হঠাৎ কালো মেঘে
~ অনন্ত মন্ডল
হঠাৎ কালো মেঘে
ছেয়ে গেল আকাশটা।
অমনি শীতল হাওয়া
দিয়ে গেল ঝাপটা।
শিরশিরিয়ে উঠলো আমার গা'টা
আকাশ থেকে পড়তে লাগলো ফোটা।
ফোটা ঝরছে নির্ঝর,
ঠাণ্ডা হাওয়ায় বুড়ো কাঁপে থরথর।
এ যেন রঙিন পৃথিবীর কালো রং
ধ্বংস হয়ে যায় বুঝি তারই সঙ।
গাছগুলি এলোপাথাড়ি
কখন যেন যায় উড়ি।
পাখিরা সব ভিজে জবুথবু
এমন তো দেখিনি কভু।
ভয়ে সব এক কোণে
সৃষ্টিকর্তাকে করছে স্মরণ মনে।
সবকিছু হয়ে গেল লন্ডভন্ড
অতি ক্ষুদ্র সময় মাত্র-এক দন্ড।
স্তব্ধ প্রকৃতি করুন বিলাপের সুরে
ভেসে যাচ্ছে দিগন্তের দূরে।
অবশেষে পাখিরা সব দলে দলে
বাধে বাসা গাছের শক্ত ডালে।
নতুন করে বেজে উঠে
নতুন গানের সুর।
এমনি করে কাটে জীবন
পাড়ি জমায় বহুদূর!!!