এসো হে ভাই
অতীতের ব্যথা, বেদনা,
হিংসা, বিদ্বেষ, ঈর্ষা, পরশ্রীকাতরতা
সকলি ভুলে যাই।
এসো হে ভাই
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে,
মানবতার প্রেমে
বুক ভাসাই।
এসো হে ভাই
সবাই এক হয়ে,
অন্যের উপকারে
ভ্রাতৃত্বের হাত বাড়াই।
এসো হে ভাই
কবি নজরুলের সুরে,
সুর মিলিয়ে সবাই
সাম্যের গান গাই।