একুশের বৃষ্টি
-অনন্ত মন্ডল
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
মেঘ হীন ফোটা হীন বৃষ্টি
এ কোন বৃষ্টি?
এ বৃষ্টি হল রক্ত বৃষ্টি।
এ বৃষ্টি আবার কেমন?
এ বৃষ্টি হল
সালাম বরকত রফিক জব্বার এর রক্ত যেমন।
মাথার উপর সূর্য দিচ্ছে আলো
যে বৃষ্টি শুকিয়ে হয়েছে কালো।
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
রক্ত ভেজা রাজপথে বৃষ্টি
এ আবার কেমন বৃষ্টি?
এ বৃষ্টি হল
মাতৃভাষা বাংলার দিকে দৃষ্টি।
সেদিন তারা বলেছিল উচ্চস্বরে
আমাদের দাবি মানতে হবে
রাষ্ট্র ভাষা বাংলা হবে।
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
কিসের এত বৃষ্টি
রক্ত ঝরা শিমুল ফুলের বৃষ্টি।
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
এবৃষ্টি পূরণ করেছে বাংলার আশা
তাইতো পেয়েছি বাংলা মাতৃভাষা।