বসন্ত
- অনন্ত মন্ডল
শীত নিল বিদায়, এল ঋতু রাজ
উলঙ্গ বৃক্ষ পেল নব সাজ।
অমৃত রস নিয়ে এল যৌবন
খুশি হয়ে প্রজাগণে করল বর্ষণ।
শীতের রুক্ষতা শুষ্কতার শেষে,
তরুবন জেগে ওঠে হেসে।
গাছে গাছে কচি শাখ, ভরে আম্র মুকুলে,
ধরণী সাজে অশোক, পলাশ, রক্তকাঞ্চন শিমুলে।
দখিনা বাতাসে জোয়ার আসে নব প্রেমের,
প্রাণে প্রাণে জাগে প্রেম মহামিলনের।
হৃদয় সাগরে তুলে ঢেউ ফাগুনের,
উল্লাসে বাসন্তী রং মাখে বসন্তের।