দিদি মণির বিয়ে
দিনটি এলো ঘনিয়ে
বর আসবে আজ
পরে নূতন সাজ।
দিদি পরবে বেনারসী শাড়ি
মজা হবে কত যে ভারী,
পায়ে নূপুর হাতে বালা
বদল করবে গলার মালা।
গলায় হার কানে দুল
ফুটছে যেন জীবন ফুল
জীবন ফুলের গন্ধে
মন ভরে যায় আনন্দে।
বাজবে সানাই, বাজবে বাদ্যযন্ত্র
ঠাকুর মশাই পড়বে বিয়ের মন্ত্র।
দুটি করে চারটি আঁখি
হবে তারা মুখোমুখি।
দিদিকে পালকি করে যাবে নিয়ে
গান গাইবে দোয়েল ময়না টিয়ে
বরণ করে নিবে ঘরে
গাইবে গান মিষ্টি সুরে।