আমরা প্রতিটি মানুষ
আজ দাঁড়িয়ে আছি,
অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখে
অথচ স্বপ্ন ছিল সম্ভাবনাময়।
মানুষের চোখে যে সোনালী
স্বপ্নের ভিড় জমে ছিল,
তারা আজ পালাই পালাই করছে।
মানুষের চোখে সহস্র নক্ষত্রের আলোয়
যে স্বপ্নগুলো হাতছানি দিয়ে ছিল,
তারা আজ ধূসর হয়ে গেছে
অপ্রত্যাশিত ঝড়ে, ধুলার আবরণে।
অথচ আমরা স্বপ্ন দেখেছিলাম
একটি শান্ত সুন্দর নির্মল প্রকৃতির।
যেখানে আমাদের অনাগত
প্রজন্ম বেড়ে উঠবে সোনালী বাংলাদেশে।
সেই স্বপ্ন আজ ভূ-লুণ্ঠিত;
গোঁড়া উপড়ে তোলা হয়েছে সেই স্বপ্নের।
অনাগত শিশুর জন্য কোনো নিরাপত্তা
বেষ্টনী রাখিনি আমরা;
বরং যে নিরাপদ বলয় ছিল
তা ধ্বংস করেছি আপন হাতে।
আমাদের সৃষ্ট পরিবেশে
আগামীর শিশুর ভবিষ্যত অনিশ্চিত
এবং সুনিশ্চিত অন্ধকারাচ্ছন্ন।
তারিখঃ০৪/১০/২০২৪
✍️✍️ঃঅনন্ত মন্ডল