সূর্য ডোবার পরে যখন
অন্ধকারে ছেয়ে যায় ধরনীর বুক,
রাস্তার পাশে ঝুলে থাকা
নিয়ন বাতি এনে দেয় আলোর সুখ।
শহর বন্দর আর দূরের অজপাড়া গাঁয়,
সবখানে ভরে গেছে আলোয় যুগের মহিমায়।
সমগ্র বিশ্ব আজ ভরপুর  আলোক সমাহার
হাজারো আলোক রশ্মি তবুও ঘুচাতে পারেনি সকল আঁধার।
মানুষের হৃদয়ে পৌঁছেনি আলোর ছটা- ঘুচেনি আঁধার মনের,
অন্ধকারে নিমজ্জিত মানব সত্তা -জাগরণ ঘটেনি মূল্যবোধের।
শিক্ষা নামের আলোর চোখে পড়েছে ছানি,
অযোগ্যরা সম্মানে আসীন গুণীর মান হানি।
আদালত আঙিনায় দামি লাইটের আলোর বাহার
তবুও রয়ে গেছে আঁধার বাদী পায়নি ন্যায় বিচার।
নিরবে মুছে চোখের জল নির্যাতিত নিপীড়িত পরিবার,
চারদিকে এত আলোক সজ্জা তবুও কেন অন্ধকার?