এই সময়
আনন্দ
মাঝে মাঝে ভাবি ,সময়ের কি দাবি?
সত্য মিথ্যার শুধু আলো আঁধারি ?
দুহাত খালি মেখে কালো কালি,
উলঙ্গ রাজা তরে করে করতালি ।
খোলা বাজারে ,প্রতিদিন সেজে গুজে ,
সম্মান মুখ ঢাকে লাজে ।
মনে জঞ্জাল ,রঙিন পোশাক ,
তুষের আগুনে শুধু হৃদ পুড়ে রাখ ।
ব্যাস্ত সময় ,খরিদ করি কোথায় ,
দাম দিয়ে কি কোথাও সময় পাওয়া যায়?
মাঝে মাঝে ভাবি,কি ভার বইছে ধমনী?
রঙ কি এখনো তার লাল?
মেকি রঙ্গিন ত্বকের অন্তরে,
মেরুদন্ড বিহীন এক ভঙ্গুর কঙ্কাল ।।