নিরাকার স্বপ্ন
আনন্দ
অল্প অল্প সত্যি ,বাকি টা শুধুই মেকি,
স্বপ্নরা তবু পসরা সাজাই সাবেকি,
হোক না নিবিড়,রাত্রি তিমির ,
পলক পরে আলো এখনো আছে কি?
এখনো কি রাতের পরী ,
হাতে তার সেই জাদুছড়ি ,
নিয়ে যায় মেঘের দেশে,
বলাকার ডানায় ভেসে ভেসে
তারাদের টিম টিমে আলো পথে ,
মাঝে বসে চাঁদের বুড়ি ,
দিশা দেখায় আকাশ গঙ্গার ,
সর্ষে পায়ের নিচে,দিয়েছি সুখের দেশে পাড়ি।
যেথায় নেই লড়াই,সবাই রাজকাহিনী রচে ,
মুহূর্তে হাসি,মুহূর্তে খুশি,সবাই মুহূর্তই বাঁচে,
হোক না নকল ,রাতের এই কিছুক্ষন ,
স্বপ্ন হলেও ,সত্যি মনে করতে চাই এ মন ।
ঘুম ভাঙা চোখ ,ভাষারা সব নিরাকার ,
না পাওয়া অধরা স্বপ্নে,নকল সত্য নিলে মিশে একাকার !!