আমি সেই পাখি যার রঙটি ছিলো সাদা,
হাওয়া উদাসী,ছিলো সহভাসি,মেঘের দেশ ছিলো ঠিকানা,
যেতেম ভেসে, দূর দেশে ,মেলে দুই মোর ডানা,
মুক্ত সেই পাখি আমি যার স্বপ্ন বাঁধন মানা!
স্বপ্ন নীল,পদচিন্হ ছিল আকাশে আঁকা,
মাথা নামিয়ে কুর্নিস দিতো মোরে বনের সবুজ শাখা,
আমি সেই পাখি,নজরানা দিতো যারে, রামধেনূর রঙ্গিন রেখা,
হঠাত একদিন পথের ভূলে ,পরলাম ধরা .শীকারীর জালে,
পা দুটি হলো বাঁধা মোর লোহার শীকলে ,
গুমড়ে মরি হাহাকার করি ,বেদনা পাই না ভাষা,
লোহার এই প্রাচীরে জীব্ন, স্বপ্ন সবই দুরাশা |
আঘাত করি লৌহপ্রাচীরে,রক্তে রাঙ্গাই দুটি ডানা,
ক্ষতবিক্ষত ক্লান্ত আঁখিতে, আছে সুধু পরে ,অশ্রুহীন বেদনা,
সেই পাখি আর নেই পাখি,রক্তে রাঙ্গানো তার গান,
লাল পাখি আমি,বসে দিন গুনি, হবে কবে মুক্তির আহ্বান !!!