এখন জীবন মানে শুধু ছুট,
বন্ধু মানে ফেসবুক আর অরকুট |
সময় কোথায় ভাবার আমরা মানুষ না যন্ত্র ,
দৌড়,ইঁদুর দৌড় ,এটাই জীবনের মন্ত্র |
ক্ষত বিক্ষত পা ,রক্তাক্ত হৃদ ,তবু ও থামতে মানা,
সারি সারি লাস দৌড়াচ্ছে ,তাদের সংখ্যা যাবে না গোনা |
জানি না কখন ডেকে ডেকে,
ঋতু গুলো তাদের গেছে ছেড়ে |
ঋতু গুলো যেন শুধুই সময়,
দিনে দিনে শুধু বয়ে যায়,হয় জীবন ক্ষয় |
অর্থের প্রাচুর্য্য ,তবু মন আজ রিক্ত,
মানবিকতা দূরঅস্ত ,সম্পর্কবন্ধন হয়েছে অশক্ত |
ক্লান্ত শরীর ,অবসন্ন মন ,তবু দৌড়ের নেই শেষ,
জানেনা কেও গন্তব্য কোথায়,কোথায় শান্তির দেশ ||