চারদিকে আজ মুক্তির সভা-বন্ধ পঙির দল
মুক্তির আশায় লড়িবে কে-চল একই সঙে চল।
নতুন পথের নব যাত্রী গাহিয়া যাও গান
সকল বিন্ধ্যা ভাঙিয়া ছিড়িয়া করিব অগ্নি স্লান।
যুদ্ধে লড়ে জীবন দিবো করি নাহি ভয়-চলি উজান
মৃত্যু জয়ে চলবি পাখি স্বর্গে দিবে আবার টান।
উদয়ের পথে নবীণ সময় বেরিয়ে তোরা আয়
আজ শহীদের পরশ লাগাবো কায়া গড়া গায়।
আসিব আজ বীর হয়ে রণ-সি হাতে লয়ে
কুমকুম বাঁজিয়ে নবীণ বাঁজনা চরণে-পায়ে।
আয় বেরিয়ে সেই স্থানে-বাইবো উজানে ভেলা
নব পথে শহীদ হবো-খেলিয়া মরন খেলা।
আঁধার মাঝে আলো ছিটাবো-যতই হোক না লয়
দস্যুদের সনে খেলিবো খেলা-বুকে নাহি কোন ভয়।
আয় আয় নবীণ পাখি-নব জাতির পথে
জয় করিবো গাত্রে লয়ে হাজার তলোয়ার আঘাতে।
আজ দিনে মোর জীবন দিবো-শহীদ পথের আশা
রক্ত মোদের ছিটকিয়ে দিবো-এই তো ভালবাসা।
সবার প্রতি বিলিয়ে দিবো-এই না জীবন দান
নব পথের পথিক হবো-গায়ে লবো পুষ্পিত স্লান।
আঁধারে জ্বালো প্রদীপ তোমার-ওরে সেনা দল
আজ শহীদের পরশ লাগাও-ওরে বীরের দল।
রচনাকালঃ ১৯-০৯-২০১৭ ইং
ময়মনসিংহ-বাটিকাশর বড়বাড়ি