ও আমার উড়াল পঙ্খী
ওরে উড়াল পঙ্খী
সব ভুলে তুই চলে গেলে
কে দেখবে জল আঁখি রে..
আমার...।।

আর কারে দিবো কিনে
পিতা আলতা চুরি
হঠাৎ করে কেন গেলে নিঠুর
কি বা ছিলাম অপরাধী রে....
আমার....।।

চোখের কোণায় জমলো রক্ত
শুধু কাঁদি আর কাঁদি
বুকের ভিতর ভাঙ্গে পাথর
বিচ্ছেদের হাতুড়ি রে....
আমার....।।

( এই গানটি আমার “ মেঘ-কুমারী ” উপন্যাস হতে সংকলন করা হয়েছে। মেঘ-কুমারী বইটি ২০১৯ ‍সালে বই মেলায় প্রকাশ হতে যাচ্ছে  “ নব সাহিত্য প্রকাশনী ” প্রকাশনী হতে।  সবার কাছে অনুরোধ আমার এই বইটি পড়বেন।)