হৃদয় বনের সোনা টিয়া পড়িল ধরা মোর কবিতার ছন্দ বন্ধনে
সোনা টিয়ার বাসবন হৃদয় সুদূরের মন-আঙ্গিনার প্রাঙ্গণে।
প্রতি ভোরে সে ডাকে মধুর
মন পাখিটা দিশাহারা-শুনে ঐ সুর।
উড়ে উড়ে তার ধারে যাবে-ভাবিয়া খোলে নিজ দুই পাখা
কালো বর্ণের মায়াবী দুই চোখ সাজালো কাজল মাখা।
ভয়ে- কাতর ভাষায় মন পাখি
উর্ধ্ব গগন ফিরে ভগমানকে ডাকি।
ঐ আশা পূর্ণ হবেনা-স্বপ্নগুলো ঝরে যাবে-হবে বিলীন
ঝরাতে হবে অশ্রু-কাঁদিবে মন পাখি- খোঁজবে তুমিহীন।
দেখবেনা বসে আর রাতের তারা
তার যৌবন উৎসবে ছন্দে দিবে সাড়া।
তার দর্শন আসিবে হৃদয়ের আয়নায় কাঁদবে কম্পনে
তার বাসাখানা বেঁধেছে মোর হৃদয়ের নিভৃত প্রাঙ্গণে।
রচনাকালঃ ১৬/১০/২০১৯ইং
ভাটিকাশর-বড়বাড়ি, ময়মনসিংহ