শ্রাবনী, তুমি কি আমার সঙ্গী হবে?
এই আমি এক বিরহ কবি
কালো গায়ে পথের ধূলি, মাথায় চিকুর
চোখের নিচে ছায়া-মুখে দাঁড়ি।
সেখানে তোমার ভালবাসা দিবে;
বলনা শ্রাবনী, তুমি কি আমার সঙ্গী হবে?
মরুর মতো জ্বলন্ত এই বুকে
দীর্ঘশ্বাসে হাওয়া দিবে;
তোমার নরম দেহের ছোঁয়া দিবে।
একটুখানি ভালবাসবে
বলনা শ্রাবনী, তুমি কি আমার সঙ্গী হবে?
অনাদি বেলায় এই বিকালে বসে
আমার হাতে হাত ধরে
আর দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস পেলে।
বলবে কি তুমি, তোমার নরম স্পর্শ দিবে
বলনা শ্রাবনী, তুমি কি আমার সঙ্গী হবে?