করুন ধ্বনি সহ্যহীন
নাহি ওষ্ঠ রসা-শুধু রোদন অশ্রুহীন।
শুনা যায় ঐ অদূরে
বিঁধে এসে গো- এ ধ্বনি মোর অন্তরে।
কাঁদিল গো কে- কোন বা হতভাগা
এ কান্না যেন হায়!- প্রিয়হারা।
অশ্রু নিশ্চয় ঝরছে তার
পিপাসীত মরুভূমির যেমন হাহাকার।
দুঃখের পাথর ছুঁড়ল কে তার কলিজায়?
কোন পশু বা কোন কষ্টের বেদনায়।
হারিয়েছে অতি-প্রিয়জন
তাই কান্না-তাই অশ্রু-অন্তরে অতি-বেদন।
রচনাকালঃ ১০/০৯/২০১৯ইং
নিজ বাড়ি