(৬)
আমার হাতে হাত রেখে নাহার
কথা দাও তুমি আমার হবে,
ভুলে যাবে সেদিন এনামুল-কে
প্রাণহীন শব শুয়ে রবে।
(৭)
নাহারের কালো মুখ যদি দেখি
বুকের ভিতর পাথর ভাঙে,
বেরিয়ে আয় ওরে প্রতিবাদী তুই
রক্ত ঝরাও কালোর সনে।
(৮)
শিশির ভেজা ঘাস হতে
একটি শিউলি ফুল এনে দিবো,
তুমি যদি আমার হও অবলা
উল্লাসে সপ্ত সাগর পারি দিবো।
(৯)
আমার যদি পাখির মতো ডানা হতো
তবে উড়ে যেতাম তুম ঘরে,
ভালবেসে আনন্দ দিতাম
ফুটিত হাসি তোমার বদনে।
(১০)
পাহাড়ের গুহায় বসে রবো
নিরবরি একলা দুপুরে,
তুমি এসো চরণ নাচিয়ে
ধ্যান যেন ভাঙে নুপুরে।
ঝুম-ঝুম-ঝুম-ঝুম শব্দের
বাঁজনা কানে আসিবে যখন,
চক্ষু মেলে দেখবো তোমায়
ভাঙিবে প্রেমের স্বপন।