আমি দিন-রজনী তোমায় খুঁজি
আছো কত দূর কত আড় শশী।
বুকের মাঝে খলিজার উপর কষ্ট বসি
হাতুর দিয়ে পাথর ভাঙ্গছে কচি।
আমার এ যন্ত্রনা কে দেখে বলো আসি
তোমার বিরহে ঘর ছাড়ি নেই পর্শী।
প্রেমের আঘাতে হৃদয় ক্ষত তুর স্পন্দনে
ছন্দ লিখি বসে- তোমার নাম ধরে প্রাণে।
বাঁজে বদনে নাহার নাহার সুর রমনী
কে বুঝে বলো!এনামুলের কষ্ট ধরণী।


রচনাকালঃ ২৯-০৪-২০১৮
ময়মনসিংহ-বাটিকাশর বড়বাড়ি