যাহারি লাগিয়া রহি আশায় কত দিন-রজনী
কে সে আমার..! কে-গো কোন কামিনী?
যাহার গলায় আমি পরাবো সঙ্গিনী মালা
কে সে আমার..! কে-গো কোন অবলা?

আমি তাহারি লাগিয়া ও-গো চির-কুমার রবো
লুকিয়ে থাকা হতে যদি বের না হয় কভু।
আমার এহাত এপ্রাণ এমন কার বাসনা..!
কে সে আমার..! কে-গো কোন ললনা?

আমার এ হাত পাবে কার হাতে স্পর্শে
পাবে বা কার গো জীবন সঙ্গী শেষ নিঃশ্বাসে।
পাবে কার হাত জানি না কোন বা সে রমনী
কে সে আমার..! কে-গো মম সঙ্গিনী।

কে শুইবে প্রতিদিন আমার ডান পাশে
কে থাকবে মরন-কালে শেষ নিঃশ্বাসে।
আমি তাহারি দিবো প্রেম-এক হাড়ি
কে সে আমার..! কে-গো কোন নারী।

আমি কার অপেক্ষায় বেহানা-কৃষ্ণা
এক সাগর প্রেম যন্ত্রনা প্রাণে তৃষ্ণা।
আমি কার আশা রহিলাম এতকাল বসে
কে সে আমার..! কোন বা সে নিরুদ্দেশে।



রচনাকালঃ ১৪/১১/২০১৮ইং
ময়মনসিংহ-বাটিকাশর বড়বাড়ি


.....................( যে কষ্টে-বুক ফাটে কাব্যগ্রন্থ থেকে ).....................