স্বপ্ন দেখি-
চোখের পাতা নিবুনিবু নিদ্রায় রাখি।
যখন তোমার মিলন আমার সনে হবে-প্রীতিই ডাকবে বাঁশি
সেদিন এই মলিন মুখে ফুটবে মিলনের কত রঙিন হাসি।
মন মাথিয়ে নাচবে সেদিন মন-প্রাণ হাসবে কত গোপনে
অরুন ওঠবে লেঠে নির্ঘুম চোখ পাতা ধরবে নিদ্রা-রসে টেনে।
আহ..! আজ পেয়েছি সাত রাজার ধন মম হাতের মুটোই
ওগো যেওনা তুমি..! আমি তোমায় আদর দিবো চুমুই।
তোমার জন্য বুকের ভিতর বহুদিনে অনেক কথা রেখেছি জমা
আজ মিলনে কইবো সব-কান ধারে মুখ থুয়ে প্রিয়তমা।
প্রিয় তুমি ফুল নিও হাতে-আসিবো যখন তোমার ধারে
সেই ফুল দিও-আজ না দাও-কাল দিও সেই হাতে।
বুক ছিড়ে তখন প্রাণটা দেখো-তার মুখে কত প্রীতিই হাসি
ধমে ধমে টানছে ধম বলছে-তোমায় শুধু ভালবাসি।
সেদিন হায়..!
কাঁদবে অশ্রু ঝরা ঝরা চোখের কোণায়।
শৃঙ্খলে শুনিও নাহার ধাপে ধাপে শব্দ প্রেম বাঁজনা
কাঁদবে সেদিন হয়তো বা সত্যি ভালবাসার বেদনা।
সেদিন চোখের জল বুকের কষ্ট রাখবে কোথায় শুনি!
দিন যাবে কাঁদতে কাঁদতে-যাবে দিন কত গুনি গুনি।
ব্যথা হয়তো নাচবে তোমার বুকের ভিতর বসে
সেদিন বুঝবে বেহায়ার প্রাণ কেঁদেছিল কত ভালবেসে।
হায়..! হায়..! করবে তোমার প্রাণ করিলাম কত ভুল
দু বাহুই হাতুর মারবে শিরে-ছিড়বে টেনে আপন চুল।
বুঝবে তখন আমার ব্যথার জ্বালা ছিল কত করুন নিঠুর
কেঁদেছিল কষ্ট দেখে সেদিন মাঝে মাঝে প্রভাতের ঐ অরুন।
বুঝবে সেদিন আমার বেদনা-ছিলাম কষ্টে অবসর
কাঁদবে তুমি বিছিয়ে আচল ফেলে কাপড়।
কাঁদবে তুমি সেদিন নিঠুরময়
বুঝবে যেদিন বিরহের কষ্ট মৃত্যুর চেয়েও যন্ত্রনাময়।
কাঁদবে ওরে নিঠুর বান্ধবী গোপনে বসে একা নিরিবিলি
চোখের জল ঝরবে জ্বলবে মুক্তা ঝিলিমিলি।
রচনাকালঃ ১৫/১১/২০১৮ইং
ময়মনসিংহ-বাটিকাশর বড়বাড়ি
.....................( যে কষ্টে-বুক ফাটে কাব্যগ্রন্থ থেকে ).....................