সেদিন ঝর-ঝর বৃষ্টি ভরপুর অনম্বর মেঘলা
নদীর তীরে দাঁড়িয়ে ছিলে কেশ উড়িয়ে একলা।  
ঝিলিমিলি দামিনীতে দেখেছিলাম অপরুপ মুখ  
কালো গায়ে মায়াবী হরিণীর দুই টানা টানা চোখ।

ঘন মেঘে রিমঝিম বৃষ্টি ঝরছে –নাহি তিল ঠাঁই
একলা তুমি ব্যস্ত হায়-আলতা এবং নুপুর পায়।
এমনি করে জন্মেছে মেঘ-ভালোবাসা অন্তর গগনে
ভালোবেসেছে মোর অন্তর-মরুভূমি হলো বনে।

লজ্জা পাই অন্তর বার বার-ভালোবেসে আজ
কাছে টানে তোমার ধারে-যেতে পাইনা লাজ।
দেখেছি সেদিন নদীর পাড়
পাগল হিয়া আশায় কাঁদে-যেতে তুম ধার।


রচনাকালঃ ০৯/০৮/২০১৯ইং
নিজ বাড়ি