সোনা আমার সাত রাজার ধন এসো তুমি নুপুর পায়ে
বৃষ্টিতে ভিজবো দু-জন বাঁজনা বাঁজবে রিমঝিমিয়ে।
মিলবো দুই জন সুখের প্রেমে-ভেসে যাবো দুরন্ত স্বপন
জমবে খেলা হাসির মেলা মায়ায় জমবে আশার বাঁধন।

মেঘের গগনে বাঁজবে ধ্বনি বিজলী দিবে চমক রাশি
বুকের ভিতর বাঁজবে ধ্বনি-মিলনের মাঝে মিলন সুখের বাঁশি।
তুম হাসিতে ঝরবে মুক্তা কণা সূর্য্য ওঠবে মেঘ-দল কেটে
দিন ফুরিয়ে ঘরে ফিরবো নিশি হবে আজ লেঠে।  

সোনা আমার মুক্তার খনি আজ বিকালে এসো তুমি
বড্ড আদর করে দেখবো তোমায়-চোখ রয়েছে পিপাসী।
মিঠবে যখন তাহার দেখা-মিঠাবো তখন মনের ভালবাসা
চাইবে যাহা খাওয়াবো তাহা-মিঠে যদি আজ মনের আশা।

মরিলাম তেড়ে
আসা হয় নি কোনো এক কারণে।
কাছে আসা হয় নি আর! তাই ফিরি পথ হারা পথে একা
সুখ দিয়ে বিদায়-চললাম একা দুঃখের সনে হলো দেখা।
আমার জীবন শুধু বিরহে লেখা দুঃখ ভরা ঘন ঘন আঁধার
ফিরি বাড়ি রাত্রিতে গভীর মুমূর্ষ বেশে-নেই পাশে কেউ আর।

বাহির দেহে কালো রঙ চোখের উপর ছানি বিরহ বেদনায়
কে করিবে! কোন কারিগর! কোন বা ডাক্তার চিকিৎসা হিয়ায়।
বড্ড যন্ত্রনা হচ্ছে বিরহের-ডাকলাম তারে কত হীরা-মণি-সোনা
সে আমায় সারা দিল না-বুঝবে একদিন বলি তোমায় ললনা।

আজ কাছে ডাকলাম বলেই পেলাম প্রেমের পরিচয়
না হয় মিষ্টি কথা-মিষ্টি হাসি বুঝাতে মিলন হবে-হবে জয়।
বুঝেছি কি ছিল তোমার প্রেমের মাঝে-ছিল শুধু মিথ্যা এবং ধোকা
ফুটিবে না আর পাবার আশা-মনেও জ্বলবে না উজ্জল মিলন রেখা।

বুঝিলাম বহুকাল পর বিরহ-নিশি বোধয় হবে না আর ভোর
দুঃখ সে তো খলিজায় বসে খেলবে লুকোচুরি-বড্ড দীপ্ত চোর।
কাছে ডাকা ভাঙল প্রেম-দুশমন হলো ভালবাসা-ভাঙল স্বপ্নের গান
তোমার প্রেমের এক-অচল দুঃখ নিলাম কাঁধে-! ছিল যা প্রতিদান।

রহিত প্রেম চলিত কথা বাঁজিত সুখের বাঁশি গোপনে বুকে
মায়া হতো দুই জন-দুই জনার প্রতি কথা হতো চোখে।
তাই বলি,
শুনো কান পেতে ওরে বিষাক্ত রমনী-
সুখের সাগরে ভেসে বেড়াও-তুমি রও যতকাল বেঁচে
আমার প্রেম তো হলো নিমেষ-শুধু একবার তোমায় ডেকে কাছে।


রচনাকালঃ ১৬/১১/২০১৮ইং
ময়মনসিংহ-বাটিকাশর বড়বাড়ি


.....................( যে কষ্টে-বুক ফাটে কাব্যগ্রন্থ থেকে ).....................