আমি চাতক, পাগলী তোমার নিহারী
কখন হবে মিলন তোর সনে পাষাণী।
বসে বসে গুনি দিন, যায় কত দিন-প্রহর
ধব ধব করে জ্বলে অগ্নি মম বক্ষ ভিতর।
কবে আসবে তুমি! মিঠবে পিপাসার মন
না আসিলে কিন্তু দিব মম সোনার জীবন।
বুঝবে কি এই চাতকের বিরহ যন্ত্রনা!
মানে না শান্তনার কোন ফুঁ-মন্ত্রনা।
অভিশপ্ত হয়ে.......
হইয়ো তুমি পরজনমে জন্মে এনামুল আর
আমি হইবো পাষাণী, এই তুমি নাহার।



রচনাকালঃ ২৫-৪-২০১৮ ইং
ময়মনসিংহ-বাটিকাশর বড়বাড়ি