ভালোবাসি-ভালোবেসেছিলে আমায় একদিন তুমি
এছিল সব মিছে-ওরে মোর অভিমানী।
সাগর মাঝে হাতের পাল ছিড়ে যেমন ভাসি ভাসি নাও
কূল হারা আমিও সেই কচুরির চাও।
থৈ থৈ জল চারদিক তরঙ্গে তরঙ্গে খাইচ্ছি দোল
ভাসছি অকুল সাগরে নেই কূল।
জানো কি তোমার বিদায়-কথা
প্রতি মুহূর্তে দেয় কত ব্যাথা;
কাঁদিছে প্রাণ কত বসে
দিন-রজনী অনিদ্রায় অশ্রুয় ভাসে।
মন-কে বলি, ওরে চন্ডাল..! ওরে-তুই বড় অপরাধী
মিছে বেদনার এত বিভাগী।
কাঁদিছে মন অত্মহারা কণ্ঠ তুলে বদনে-বুক কম্পনে
তা পেলাম বুঝি ভালোবেসে মনে-প্রাণে।
আজ নিভৃত হৃদয় কাঁদে
ধম বারে বারে বক্ষ বাঁধে।
দেয় কষ্ট-ভাসে স্মৃতি-পাই ব্যাথা
বার বার বাঁজে সেই বিদায় কথা।
রচনাকালঃ ১৯/০৮/২০১৯ইং
নিজ বাড়ি