প্রিয়, আমার জন্য তুমি জন্মেছ বলো কবে
কোথায় ছিলে এতদিন কোন বা শৈল-গুহা আড়ে।
কত কালের যৌবন আমার রয়েছে জমে সব
আজ পেয়ে তোমায় প্রাণ পেল-এই দেহ শব।
গোপনে হাসি গৃহ মাঝে
কেউ যেন গো নাহি দেখে মোরে-মরিব তবে লাজে।
আঁধার কেঁটে সূর্য্য হাসিল ফুরালো অপেক্ষা আজ
উঠিল কেঁপে কেঁপে নিভৃত হৃদয় সাজিল মহারাজ।
আমার জন্য তুমি জন্মেছ হায়..!
দিবো উপহার নুপুর পড়িয়ে –দিবো তোমার পায়।
রচনাকালঃ ১৬/০৮/২০১৯ইং
নিজ বাড়ি