সেকালের কবি
মোঃ এনামুল হক তালুকদার
কফিশপে বসে বসে কবিতা বুনি
হারানো দিনগুলোর পটে আঁকা বানী।
গেঁথে থাকা হৃদয়ে পরিচিত মুখ খানি
এপাশে ওপাশে দেখি বা যা শুনি।
হয়ত কখনোতা মানি বা না মানি
পাঠক মনে হয়তবা জায়গা হবে জানি।
এভাবেই একদিন একাল সেকাল হবে
মানুষ চেয়ার টেবিল ডিম লাইট ভবে।
থাকবে কি থাকবেনা আমাদের নেই জানা
আজিকার যে নষ্টালজিক এখানের ঘটনা।
যদিবা গেঁথে থাকে কখনো কারো পটে
মনে রেখো তখন কিছু না কিছু ঘটে।
সেকালের ছবি মনে গেঁথে রাখে কবি
আঁকবে কিগো তুমি... আজি সেই ছবি?