কোন কাজ নেই
একেবারেই কাজকর্মহীন অবস্থা
আবার প্রিয়জনের সাথে মিথস্ক্রিয়া-
সেখানেও ঘাটতি অসম যেন
অথচ সৃষ্টিলগ্ন থেকে পৃথিবীতে
মানুষের বেঁচে থাকার দাপা-দাপি
অবশেষে কাঁপা-কাঁপি, ফাঁপা-ফাঁপি
মানুষের এহেন বালাই-কীর্তি
নাজিল হল বিধাতার সংস্কৃতি
সেখানে খুলে গেল খুশি আর উল্লাসের টুটি
গদবাঁধা খাটুনির পরে মিলল ছুটি
মুটি, টুটি, ছুটি হা হা হা
অথচ দীর্ঘ এ আয়োজনে
কখন যে কিভাবে পার হয়ে গেল
এতটা সময়----
তাই বুঝি জংধরা সময়ের ফুটো
গা বেয়ে বেয়ে কষ্ট রসের গন্ধ
সে গন্ধে আর যাই হোক
মিথস্কামি ভাব জাগে না