হৃদয় কুসুম ফুটুক ধরায়
শীত বসন্ত কিংবা খরায়
বাগ কুসুমের স্নিগ্ধ ছায়া
হরিষ বিষাদে আনে মায়া।

বনবাদাড় আর ক্ষেত পাহাড়ি
রং বেরং এর ফুল বাহারি
এর মাঝেতেই হৃদ যাহারই
মন কেড়ে নেয় ক্ষণ তাহারই।

মন মাতিয়ে দিবস যামী
সুবাস ছড়িয়ে ধরা ধামী
ভ্রমর ছুটে ফুলের ঘ্রাণে
মধু লুটে আপন মনে।

ফুল পাখিদের মধুর আশে
ভালবাসায় রাখতে পাশে
হৃদয় গাঁথো পুষ্প মালায়
ছড়িয়ে দিও জীবন মেলায়।