আমি এক নিন্দিত রুদ্দুর
নই কোন মিলামিলি কিংবা
ভালোবাসার পদ্য, সমুদ্দুর
আমি কোন ছেড়াপাতা
হতে পারি বিক্রিযোগ্য-
রূপছাড়া, ছন্দহারা, কালিপদ্য
ছেরাবেরা কালো কালির
এক কাজল দেয়া কালিমাখা
রিসাইকেল বিনের কোন গদ্য
হতে পারি সুখহারা অশ্রুমুছা
ছুড়ে ফেলা টিস্যু কাগুজে
সহসা খেলনা পদ্য মগজে
পারো কিবা না পারো
ধর কি না ছাড়ো
নহে তা মোর উপজীব্য