বিলাসী মনটার এই বুঝি শুরু
যদি থাকে ভয়, সংশয়
কুরু-কুরু, মুরু-মুরু
করে দুরু-দুরু
শিশু, কৈশোর ও প্রৌঢ়
কিংবা হলেও বুড়ো।
নহে শিষ্য নহে গুরু
নহে তরু কিংবা হলে মরু
মানে বা না মানে
শুনে বা না শুনে
সদা তক তক করে ধক ধক
তবুও সখ করে বক বক
খেলি কিবা না খেলি
মিলি কিবা না মিলি
কেউ করি পক পক
কিংবা সেজে বক
বিস্ময় এ পৃথিবীটা
যেন অভিনয়ের মক।