সেন্ট পলসের চুড়ায় বসে এখনো বুঝি মীরাট দেখা যায়-
আমাদের যাপিত জীবনের শেষ মুহুর্ত গুলো
যেখানে আলো আঁধারে মিশে আছে ধুলোর কুন্ডলির ভেতর!
সেই মায়ার জগতে আজও তুমি হেঁটে যাও মাঝে মাঝে।
দেখতে দেখতে একদিন-
এই অশরীরী দিন গুলোও কেটে যাবে তোমার, লুপিন।
শুধু জেনো-
আজ এখানে মাঝ রাত্তির, বাইরে ভরা জোছনা।
চন্দ্রভুক মেঘের দল আগলে রেখেছে কালো আকাশ-প্রবল আক্রোশে।
ওদের গর্জন শুনতে শুনতে
এই আমি ঘুমিয়ে পড়লাম দরজার আগল খোলা রেখে-
যখন ইচ্ছা নেমে এসো তুমি চোখের শরীর বেয়ে।
------------------------------------------
[16 August 2018]