বুনো ফার্নুযের দেশে যখন সন্ধ্যা নামে, আর
দূর সাগরের ঢেউ কেবলই আছড়ে পড়ে
তটরেখা বেয়ে, তুমি চলে এসো একদিন।
এক সহস্র বছর ধরে লাইট হাউসের রেলিং এ
উড়তে থাকা সাদা নিশানের কসম,-
       কোনদিন কেউ ছিল না কারো অপেক্ষায়।
পৃথিবীর সব ফুল ঝরে গেলে,
শেষ বসন্তের দিন -
দেখে যেও এই নোনা বালির শুভ্র সৈকতে
বহুরূপী মেঘ খেলছে নৈশব্দের সাথে।
হাতের রেখায় লুকানো না লেখা চিঠির
প্রতিটি ভাজে দীর্ঘশ্বাস লুকিয়ে,
যে কিশোর ঘুমিয়ে গেল আজ-
আরেক শতাব্দী পর একদিন সন্ধ্যার আগে,
থেমে যেও তার এপিটাফের পাশে।
আধো আলোয় চাতকীর সুরে ধেয়ে আসা
কান্নার কসম-
        কোনদিন কেউ ছিল না কারো অপেক্ষায়,
        কোনদিন কেউ ছিল না কারো অপেক্ষায়।।