হয়তো এটাই সত্যি -
গাছ-গাছালি-বৃক্ষরাজি
চাষবাস করছে এই বৃহৎ প্রাণিকুল;
অক্সিজেন আর অন্ন দিয়ে -
যাতে একদিন লয় হয়ে সব
মিশে যায় মাটিতে আর
সাগরের গহীনে -
হয়তো এটাই সত্যি
জানলার ঐ প্রিয় নীল অর্কিড
প্রতি রাতে হেসে ওঠে
অদৃশ্য হাসি-
করুণা আর বিদ্রুপ নিয়ে।
হয়তো এটাই সত্যি-
এতদিন যা জেনে এসেছি
তার কিছুই সত্যি নয়,
কিছুই সত্যি নয়।।