উদয় হয়েছে মহাকাল
আসছে কালভৈরব
একে একে করবে বিনাশ
রইবে না আর পাপী কেউ।।
মানুষ নামের অমানুষেরা
ফুলকে করে পদদলিত
এক নিমেষে কত শত স্বপ্ন
ভঙ্গ হয় সব।।
যার যায় সে ছাড়া কি আর
বোঝে কেউ তার বেদনা
চোখের জলে হয় নদী সাগর
মেঘেরই অভাব।।
ভালোবাসা লুকালো কোথায়
শুধু নিন্দার বাঁশরির সুর
মহাপ্রলয় ধেয়ে আসছে ঐ
বাজিয়ে রবাব।।