যে সমাজ 'মানুষ' বোঝে না
বোঝে শুধু জাত,
সে সমাজের আমি কেউ নই।
হাওয়া কভু যায় না দেখা
তাতে সবার বাঁচা মরা,
তার কি কোন আছে সমাজ
জাতই বা আর কই!
পাপ পুণ্য বলে আবার
কলঙ্ক দিতে করি না সংশয়,
নিজে পামর হয়ে পরের
পাপ বিচারের কাণ্ডারি হই!
মরলে দেহ মাটিতে যায়
নতুবা ওঠে চিতায়
(এতো) আমি আমরা বলি সবাই
(তখন) আমিই বা আর কোথায় রই!