কার লাগি কষ্টে কাঁদো মন
যে কভু হয়নি তোমার-
নিশিদিন সারাবেলা তার মোহে
কেন হও একমুখী!

সে তো কাগজের ফুল
নেই তার কোন প্রাণ
তবুও কেন সুবাসের আশে
হও তুমি সদা দুঃখী।।

যে বোঝেনি তোমার প্রেম
ভুলে যাও তারে চিরতরে
দূর করো বিরহ জ্বালা
শেষ রাতের করুণ আঁখি।।

সে দিয়েছে মনেতে ব্যথা
করেছে শুধুই অবহেলা
নিজেকে তুমি গেছো যে ভুলে
প্রেম কলঙ্ক গায়ে মাখি।।

দিনশেষে যে সুখেই আছে
তোমার মনে ক্ষত করি
থেকো না আর তার দাস
নীল আকাশের হও পাখি।।

চেয়ে দেখো তোমার পানে
কত প্রেম বিরাজে চারিদিক
ভুলে যাও যেদিন গেছে
ঘুরে দাঁড়াও, হও চিরসুখী।।