মৃত্যুর আর মাত্র কয়েকটা দিন বাকি
এখনো তুমি ব্যস্ত তোমার কাজ নিয়ে,
আর এদিকে আমি
তোমার আশায় ফুল হাতে বসে আছি
নিস্তব্ধ হৃদয় নিয়ে
ফুলের নামটা কি তুমি জানো!
কি হলো এখনো বলতে পারছ না
আরে বাবা রজনীগন্ধা
তোমার সেই চিরচেনা প্রিয় ফুল
যার সুবাস তোমাকে নিয়ে যেতো ঝরণা ধারার কাছে।
ভাবতেই আমার খুব ভালো লাগছে,
কয়েক দিনের মধ্যেই আবার তোমাকে দেখতে পাবো
তোমার সাথে গল্প করবো,
তোমাকে আমার কষ্টের কথাগুলো বলবো
প্রাপ্তি আর অপ্রাপ্তির কথা শোনাবো
আর তুমি আবার সেই আগের মত
আমার কথার ঝুড়ি বইতে বইতে
শেষমেশ চলে যাবে ঘুমের দেশে!
এখনো কি তাই করবে?
এখন যদি তাই করো তবে তোমার সাথে আড়ি
আর কথা বলবো না এই আমি বলে দিলাম কিন্তু।
অনেক তো হলো
এখন একটু সময় দাও সবাইকে
কাজ করতে করতে তুমি
ভুলেই গেছো তোমার স্বজন দের
এই অভিযোগ তোমার নামে
আছে অনেক আগে থেকেই
এখন আরো বেশি হয়েছে,
যেদিন থেকে আমি চলে এসেছি।
এই যে জনাব অভিযোগ থেকে যদি মুক্ত হতে চান
তবে এখানে আসার আগেই সতর্ক হউন।
ছেলে আর মেয়েটাকে বলো
আমি ওদের অনেক ভালোবাসি
যদিও ওরা অনেক বড় হয়েছে
তবুও আমার কাছে তো ওরা সেই ছোটই
ওদের ছেড়ে আসতে কখনো আমার মন চাইনি
কিন্তু আমিই বা কি করবো বলো!
আমার জন্মের সাথে সাথে যে
মৃত্যুও নির্ধারিত ছিলো গো।
আর এই মৃত্যু এমনি এক সত্য
যেমনটা সূর্য-চন্দ্র সত্য।
অনেক কথা বলে ফেললাম আর বলবো না এখন,
শোনো, অপেক্ষা আর ভালো লাগছে না আমার
তাড়াতাড়ি চলে আসো এই অচিন দেশে
আর হ্যাঁ, চিন্তা করোনা প্রিয়
আমি আছি তোমারই পথ চেয়ে............