মীরজাফরেরা ঘুমায় শান্তিতে
বেলা শেষের গভীর রজনীতে।
মিথ্যেরা হাসে অট্টহাসি
সত্যেরা আজ আতঙ্কিত-
যাদের জন্য নিজের প্রাণ উৎসর্গ
তারা বোঝেনা ভালোবাসার মর্ম,
আজ যে ভিখারি এলো তোমার দ্বারে
তাকে ফিরিয়ে দিয়ে ভাবছো-
করেছো মহান কাজ!
তোমার স্রষ্টা মিথ্যা
সাথে তুমিও মিথ্যা-
মিথ্যা জীবন, মিথ্যা সব শিক্ষা-
অভিশাপ কভু দিতে হয়না
লেগে যায় চোখের জলের গভীর বেদনায়,
তবুও তারা ঘুমায় কুম্ভকর্ণ হয়ে
বিশ্বাসঘাতকতার আনন্দে।

[১৯ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ]