থেমে গেছে পাখিদের কূজন
নীরব নিস্তব্ধ রাতের আকাশের তারারাও আর জ্বলেনা
হাসনাহেনা তার সুগন্ধ হারিয়েছে বহুদিন আগেই
নবজীবনের সেই বকুল- মা পদ্মার বক্ষে নিয়েছে স্থান,
পর্বতকন্যা বয়ে বেড়ায় অদৃশ্য এক গ্লানি
যেখানে সরলে গরল বিষে মৃতপ্রায় ভৃঙ্গরাজ-
সময়ের আবর্তনে বদলেছে মানুষ
হারিয়ে গেছে ব্রহ্মা-বিষ্ণু, সখা-সখীর দিনগুলি।
মৃত্যুঞ্জয়ের কাছে বিলাসী আজ মৃত
বাল্যকালের ঔষধিও মৃত্যুর সামনে পরাজিত
অজস্র কালোছায়ায় নিভেছে শুভ্র দীপের আলো-
শেষে অবেলায় মায়াদেবীর স্পর্শে
এক বিশাল বটবৃক্ষ দর্শনে
ক্লান্ত পথিক কাঁদে-হাসে শুধুই আনমনে।