স্রোতের বিপরীতে চলতে চলতে ক্লান্ত আমি,
যাত্রীরা যখন অবুঝ শিশু
তখন আমিও না হয় হলাম কোমলমতি,
তাতে কারই বা কি আসে যায়- কি বা ক্ষতি!
বৈঠা তবে দিলাম ফেলে নদীর জলে
স্রোতেই এবার চলুক তরী-
মিশুক সব সাগরে গিয়ে
মিঠা হোক লবণ পানি।
অমাবস্যা ছেয়ে যাক নিশিরাতের সকল প্রহরে
কালো মেঘে ঢেকে যাক ধরণী
হারিয়ে যাক রবি-চন্দ্র সহ দূরের সব গ্যালাক্সী-
সাথে তাচ্ছিল্যময় সস্তা এই কোমলমতি,
তাতে কারই বা কি আসে যায়- কি বা ক্ষতি!