কেন এত লুকোচুরি
কেন ছল চাতুরি
সত্য যদি হও তুমি
সামনে দাঁড়াও সাহস নিয়ে।।
মনেতে মন মিশেছিলো যখন
ছিলো শত আবেগ
আজ কোথায় গেলো সেসব
আনছো আঁধার ধেয়ে!
কতদিন পর হলো দেখা
আছো কি তুমি ভালো!
হলোনা কথা গেলোনা ব্যথা
রইলাম শুধুই চেয়ে।।
যাদের সঙ্গে মজেছো খেলায়
ভাবছো কি তারা আপন!
কাজ ফুরালেই মারবে লাথি
পাবে আঘাত হৃদয়ে।।
দু'জনার দুটি ভিন্ন পথ
জানি মিলবেনা আর কভু
তুমি সদা থেকো আনন্দে
আমার কলঙ্কের গান গেয়ে।।
[ডিসেম্বর ০৩, ২০২৩ খ্রিস্টাব্দ]