ফেসবুকে কিছু লিখলে
হয়ে যায় তা স্ক্রিনশট,
মানুষেরই মনে ব্যথা দিতে
মানুষ- কেন করে এত ছটফট!

ফেসবুক তো খারাপ নয়
বহুলোকের বসবাস,
সুখ-দুঃখ দেখতে সবার
কেটে যায় বছর মাস।

ফেসবুকেতে আছে কিছু
হাসি কান্নার ইমোজি,
তাই দিয়েই খুব খুশি মনে
আমরা আপন-পর সাজি।

কে কত দুঃখ সুখে
কিবা দিলো পোস্ট,
এই নিয়েই শুরু হয়
নানান কথার রোস্ট।

মানুষের কোন দরকার নাই
আছেতো এই ফেসবুক,
কথা বলেই আর কি হবে
নীল লাইকেই সবার সুখ।

যোগাযোগের মাধ্যম বলে
করছি কি ঘোড়া পার!
এসব ভেবে দেখারইবা
সময় আছে কার!

মানুষের বিবেচনা কেন
ফেসবুক দেখে হবে-
এই কথাটার মর্ম সবাই
বুঝবে যে কবে!

বিদায় যেদিন নিবো সবাই
এই পৃথিবী থেকে,
পড়ে রবে ফেসবুক প্রোফাইল
শুধু আমরাই যাবো ঢেকে।