বৃষ্টি আসে, যায় চলে
মনের বাগানে আছো তুমি
যেওনা কভু হারিয়ে
সময়ের আবর্তনে।
সময় বদলায় না
বদলে যায় মানুষ
ক্ষণে ক্ষণে বদলায়
দিনে রাতে বদলায়
তুমি যেওনা বদলে।
ফুল ফুটে ঝরে যায়
সুগন্ধও হারিয়ে যায়
মিশে যায় মাটিতে বাতাসে
মনোবৃক্ষে যেমন ফুটে আছো
তেমনই থেকো অনন্তকাল
যেওনা কভু ঝরে।
দেহ জন্মে মরে যায়
ভেতরের আমি জন্মিনা-মরিওনা
আমাতেই তোমার বাস
তোমাতেই আমার শক্তি
নিওনা তা কেড়ে দিওনা ব্যথা
যতই আসুক ঝড়-মৃত্যু-অমাবস্যা।