দেখো রাতের আকাশে তারা জ্বলে
জ্বলজ্বল করে
তুমি নাই পাশে তাই
তোমায় মনে পড়ে (গো)।।

সেদিনও তো ছিলাম দুজন
গভীর আঁধার রাতে
কত কথা বললাম আমি
তোমায় আপন ভেবে
তোমার প্রেম পেয়ে আমার
দুঃখ সব গেলো সরে।।

কলঙ্কের ভয় তো সবাই করে
তুমি কেন করো না
তুমি কেন করো না (বলো)
তুমি কেন করো না
কাছে এসে দাও শুধু
কত প্রেম কত সুখ
ভালোবেসে গেলে আমায়
তোমায় উজাড় করে।।