মাগো - ওমা, আমার কষ্ট হচ্ছে খুব
রাতের নিস্তব্ধতা স্মরণ করিয়ে দিচ্ছে
তুমি নেই আমার পাশে মা,
নদীও তাই নিঃশব্দ
চারিদিকে সবাই ঘুম
জগত এখন পুরোটাই শান্ত
শুধু আমি একটা অশান্ত মন নিয়ে
কখনো ভাবছি কখনোবা কাঁদছি আবার,
কখনো আনমনে চেয়ে আছি-
রাতের আকাশের তারাদের পানে।
ছেলেবেলার কথা আজ মনে হচ্ছে খুব,
তুমি আমায় খাওয়ানোর জন্যে ডাকতে
আর আমি লুকিয়ে যেতাম,
তোমার সেই শব্দগুলো আমার এখনো মুখস্থ-
খোকা, এই খোকা বাবা আমার
এদিকে আয় খেয়ে নে, কোথায় গেলি খোকা!!!
জানো মা আজ কেউ আর ডাকেনা খোকা বলে
কেউ আর খাবার হাতে করে
আমার পিছে দৌঁড়ায় না,
কেউ ঘুম পাড়িয়ে দেয়না
কেউ ঘুম ভাঙানোর জন্য
কপালে আর মিষ্টি করে চুমু দেয়না।
কেন চলে গেলে না ফেরার দেশে
কেন ছেড়ে গেলে আমাকে মা!
তোমার খোকা আজ বড়ই একা,
দিন যায় আবার রাত আসে
ঘড়ির কাঁটা ঘুরতেই থাকে
জানি একদিন আমাকেও যেতে হবে
সেই অজানা দেশে যেখানে এখন তুমি আছো।
কষ্ট তোমার,আমার থেকে বেশিই হচ্ছে,
জানি মা, তোমার কিছুই করার ছিলোনা
এ যে সৃষ্টিকর্তা প্রদত্ত জগতের বিধান!!
জন্মের সাথে সাথে মৃত্যুও যে সবার জন্য নির্ধারিত-
তোমার কাছ থেকেই জেনেছিলাম মা,
আর এখন সেটা উপলব্ধির সময় আগত।
ভালো থেকো মা-
আবার দেখা হবে আবার কথা হবে
ততদিন একটু অপেক্ষা করো,
আমি আসছি মা- আমি আসছি।