আজ হয়ত তুমি অবজ্ঞার পাত্র
মনে হবে কেউ তোমাকে চায় না,
যদিও কেন যে এই না চাওয়া-
তার উত্তরটাই হয়ত সবাই পায় না।
সময় সময়ের নিয়মে চলে যায়
কেউ কাঁদে কেউবা গান গায়!
সহজকে কেবা পছন্দ করে
সবাই কঠিন হতে পারে,
জীবন অস্তিত্বের যখন শেষ সময়
তখন যেন হয় সব আনন্দময়।
নিষ্ঠুরতা আসে ঝড়ো বাতাসের মত
সব ওলট পালট করে হয় গত!
বাঘ-সাপ হয় ভয়ের কারণ
করে তারা প্রাণ হরণ,
'মানুষ' তুমি- সদা করো স্মরণ
কেন দাও ব্যথা- হয়ে অন্যের মরণ!
চাবুকের ভয়ে তো সিংহও সোজা
সবাই তা দেখে পায় খুব মজা,
মানুষ হয়ে কেন মানুষকেই দাও সাজা
হৃদয়কে রাখোনা কভু তরতাজা!
মানুষ তুমি যাচ্ছো যে ভুলে
আছে এক সুন্দরতম মন,
ডুব দিয়ে দেখো নিজের মাঝে
তবেই হবে তোমার প্রত্যাবর্তন।।