আঁকাশে যদি দ্বিতীয় আর একটি চাঁদ থাকতো
সেই চাঁদটি হতে তুমি।
চাঁদের পাশের তারাটি হইতাম আমি
তারা হইয়া দিতাম পাহাড়া,
ওগো আমি বড়ই সাথী হারা।
আমায় দেবে কি,একটু ভালোবাসার ইসারা?
তোমার চোঁখে আছে চাঁদের মায়া,
ঠোটে যেন চাঁদের ছায়া,
মুখে যেন চাঁদের হাসি,
ওগো আমি তোমায় বড়ই ভালোবাসি।
তুমি যেনে রেখ প্রিয়াসী,সেই দ্বিতীয় চাঁদটাকে..
বুকের মাঝে ধরে রাখতে পেরেছি।
আকাঁশের চাঁদ যতই বাকা হোক
সবার কাছে প্রিয়
তুমি বন্ধু যতই খারাপ হও
আমার কাছে অবিশ্বরনীয়।