প্রতিটি প্রভাতে তোমার ছোঁয়াতে
আড়মোড়া ভেঙ্গে জেগে উঠি আমি,
শীতল এই দেহ উষ্ণ করি
তোমার দেহের উষ্ণতা চুমি।
তুমি জান না তোমার আলক্ষে
কত আলিঙ্গন করেছি তোমায়,
কখনো বলিনি আমাকে ছেড়ে
ছলে যাবে তুমি এই হতাশায়।
তোমার ছোঁয়ায় আমার এই দেহে
সহস্র ঢেউয়ের শিহরন উঠে,
মৃত প্রায় সেই শাপলার গাছে
লাল, সাদা, নীল শাপলা ফুটে।
কত চুপিচুপি তোমার দেহের
নেশা ধরা সেই গন্ধ শুকেছি,
মোম স্পর্শী অপরুপ দেহ
দেখে আমার এই হৃদয়ে এঁকেছি।
তোমার দেহের গতীময় টানে
আমার এ দেহে নিত্য জাগে,
সর্বাঙ্গ তোমার ছুঁয়ে যেতে চাই
এ কোন প্রেমের অবাধ্য আবেগে।
কতদিন হলো দেখিনি তোমায়
হারিয়ে গিয়েছি তাই তোমাতেই,
কতজনা দেহ ভিজিয়ে গিয়েছে
কোন দেহে সেই উষ্ণতা নেই।
প্রতিদিনই দেহে কত ঢেউ বহে
কোন ঢেউয়ে সেই শিহরন উঠেনা,
শাপলার গাছ অভিমানি আজ
সে গাছে কোন শাপলা ফুটেনা।
(চলবে)