বসে আছি নদীর তীরে
সবুজের ঐ ঘাসের বুকে....
শীতল হাওয়া বয়ে যায়
নদীর দুই প্রান্তে-
ক্লান্ত শরীর জুড়িয়ে গেল
শীতল ঐ বাতাসে।
বসে আছি নদীর তীরে,
চেয়ে দেখি আকাশ পানে;
একটুখানি মেঘ জমেছে,
পূর্বের ঐ নীল গগনে।
আনমনে বসে আমি,
ভাবছি কত কি!
এই বুঝি চলে এল মৌসল ধারে বৃষ্টি।
ঝির ঝির বৃষ্টি
ছুঁয়ে যাই গা...
কত সুন্দর এই ধরণী-
কি অপরূপ ঐ বিধাতার সৃষ্টি।