কোন এক পড়ন্ত বিকেল বেলা
খুজিতে চলেছি প্রেমের ভেলা
চলেছি তিন চাকায় চড়ে
মোড় থেকে অন্য মোড়ে
শুধুই তাহারে দেখিব বলে।
ইট বালুর অট্টালিকার পাহাড়ে
আছে যে সে ঠাই দাড়িয়ে
আমারি জন্যে হাত দুটি বাড়িয়ে
ডাকিবে আমায় হাত দুটি নাড়িয়ে
তখনই কেউ এসে দিল যে তাড়িয়ে।
কিন্তু এ তো মোটেও বাস্তবতা নয়
হঠাৎই বোধ হইল সপ্নে রোজ মগ্ন রয়
সেই সপ্নে তো তার সাথে দেখা হয়
কবে যে বাস্তবতায় সপ্নটার হবে জয়
নাকি জীবনই কাটিবে মোর সপ্নময়।